বিআইডব্লিউটিএ দুই কর্মচারী কারাগারে

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৯, ২০২১, ০৯:০৩ এএম বিআইডব্লিউটিএ দুই কর্মচারী কারাগারে

রাজধানীর সবুজবাগে পোশাক কারখানার এক কর্মীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারী সনজিব কুমার দাস ও তার সহযোগী আনিকাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (৮ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিদের ৫ দিনের রিমান্ড শেষে হাজির করে পুলিশ। এসময় মামলার  তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলী। শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১ মার্চ দিবাগত রাতে মাদারটেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ।

মামলার এজাহারে জানা যায়, ওই নারীকে ব্যাংকে চাকরি দেয়ার নাম করে গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ মাদারটেকের একটি বাসায় ডেকে নিয়ে যান সনজিব দাস। তার সঙ্গে রাসেল, জামাল, আজিজুর রহমান ও আনিকা নামে এক নারী বাসায় ছিলেন। সেখানেই ওই নারীকে ধর্ষণ করক হয়।

এ ঘটনায় সবুজবাগ থানায় সনজিবকে ১ নম্বর আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।