জিয়াসহ পাঁচজনের খেতাব বাতিলের সিদ্ধান্ত

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১, ১১:৩১ এএম জিয়াসহ পাঁচজনের খেতাব বাতিলের সিদ্ধান্ত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুর চার আত্মস্বীকৃত খুনির খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। 

মঙ্গলবার জামুকার ৭২তম সভায় তাদের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোশতাকের নামও বাদ পড়বে।

বৈঠক সূত্রে জানা গিয়েছে, জামুকার সভায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত চার খুনির খেতাব বাতিলের বিষয়টি উত্থাপিত হয়। এ সময় জামুকার সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান তার বক্তব্যে জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাব তোলেন। এ সময় সভার অন্যরা তার সঙ্গে একমত পোষণ করেন।

এ সিদ্ধান্ত এখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে জামুকা। এরপর মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করবে।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ‘বীর উত্তম’ খেতাব দেওয়া হয়। এ ছাড়া শরিফুল হক ডালিম ‘বীর উত্তম’, নূর চৌধুরী ‘বীর বিক্রম’, রাশেদ চৌধুরী ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন ‘বীর প্রতীক’ খেতাব পান।

সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আরও মদদদাতাদের চিহ্নিত করতে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন শাজাহান খান ও উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।