‘এ বছরই মুক্তিযোদ্ধা- রাজকারদের তালিকা প্রকাশ‍‍‍’

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ১১:৪৭ এএম ‘এ বছরই মুক্তিযোদ্ধা- রাজকারদের তালিকা প্রকাশ‍‍‍’

চলতি বছরে মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার ৭ মার্চ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক ‘ভ্রাম্যমাণ জাদুঘর বাস’ উদ্বোধন করে এ কথা বলেন মন্ত্রী।

মোজাম্মেল হক, “মুক্তিযোদ্ধা হিসেবে যাদের নিয়ে কোন প্রশ্ন বা বিতর্ক নেই তাদের তালিকা আমদের মহান স্বাধীনতার মাস ২৬ মার্চে আমরা প্রকাশ করবো। আর যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে তদন্ত শেষে সিদ্ধান্ত হবে। ভুয়া প্রমাণিত হলে বাদ যাবে আর ঠিক থাকলে সংযুক্ত করা হবে।”

রাজাকারের তালিকা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, “আশা করছি, আমরা এ বছরই সুবর্ণ জয়ন্তীতে, ১৬ ডিসেম্বর রাজাকারের তালিকা প্রণয়ন করতে পারবো। আগে আমাদের তালিকা প্রণয়নে আমাদের নৈতিক অধিকার ছিল আইনগত কোন ভিত্তি ছিল না। ইতিমধ্যে কেবিনেটে জামুকাকে তালিকা প্রণয়নের দায়িত্ব দিয়ে আইন সংশোধন হয়েছে।”

এদিকে ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একজন পাঠককে স্বাধীনতার ঘোষক বানাতে চায়।

এর আগে সকালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

দলীয় সভাপতির শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।