শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৯, ১২:০৮ পিএম শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
রাজধানীর একটি পূজা মণ্ডপ -ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ সোমবার (৭ অক্টোবর)। কাল মঙ্গলবার (৮ অক্টোবর) মর্ত্য ছেড়ে কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দেবী দুর্গা।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। 

ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সপ্তমী তিথির ঊষালগ্নে নবপত্রিকা সন্ধান শেষে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণসঞ্চার করা হয়েছে দেবীর মৃন্ময়ীতে।

নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি হবে, অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। পৃথিবীতে দেবী দুর্গার আগমনে যেমন উৎফুল্ল হন সনাতন ধর্মাবলম্বীরা তেমনি বিদায় ঘিরে বাজতে শুরু করে বিচ্ছেদের সুর।

মঙ্গলবার দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।

এসএমএম