এ বছর হজ কি বাতিল হবে?

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১, ২০২০, ১১:০১ পিএম এ বছর হজ কি বাতিল হবে?
মক্কার বর্তমান অবস্থা

কোভিড-১৯ পরিস্থিতিতে এখনই হজের পরিকল্পনা না করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।

বিষয়টি নিশ্চিত করেছেন হাব-এর সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।

তিনি জানান, হজ চলাকালীন সৌদি আরবে হাজিদের আবাসনের আগাম বুকিং, ক্যাটারিং সার্ভিস ও বিমান টিকিট কাটার কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহমন্ত্রী ড. সালেহ বিন তাহের বিন তাজ।

সৌদি সরকারের তরফ থেকে এমন নির্দেশনা তাৎক্ষণিকভাবে হাব সদস্যদের জানিয়ে তা মেনে চলার নির্দেশও দিয়েছে সংগঠনটি।

হাব সভাপতি জানান, ২০২০ সালে পবিত্র হজ পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে সৌদি আরব। যদিও বিশ্বজুড়ে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছে দেশটি।

হাব সভাপতি বলেন, সৌদির হজ ও ওমরাহমন্ত্রী ড. সালেহ বিন তাহের বিন তাজ সব দেশের হজ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন যেনো আগামী হজের বিষয়ে অর্থ সংশ্লিষ্ট কোনও কার্যক্রম যেনো আপাতত না করা হয়। এর অর্থ এই নয়, এ বছর হজ কার্যক্রম বাতিল করা হয়েছে।

তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি দেখে সার্বিক বিষয় বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। সময়টিভি।

এসএমএম