এবার প্রতিমা বিসর্জনে থাকছে না শোভাযাত্রা

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ০১:৫৬ পিএম এবার প্রতিমা বিসর্জনে থাকছে না শোভাযাত্রা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার শোভাযাত্রা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন হবে। এবার সারা দেশে ৩০ হাজার ২১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় ১ হাজার ১৮৫টি কম।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসমাগম পরিহার করতে ভোগের প্রসাদ ছাড়া মন্ডপ বা মন্দির কর্তৃপক্ষ খিচুড়ি বা এই জাতীয় প্রসাদও বিতরণ করতে পারবে না। অঞ্জলি প্রদানের ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমের সহযোগীতা নেয়ার আহ্বান জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এছাড়া এবার কোথাও কুমারী পূজা হবে না বলেও জানানো হয়েছে।

জাগরণ/এমআর