ক্রিস্টাল ত্বক মিলবে কলার প্যাকে

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:০৩ পিএম ক্রিস্টাল ত্বক মিলবে কলার প্যাকে

মুখের ত্বক ক্রিস্টাল ক্লিয়ার চকচকে করতে লাগাতে পারেন কলার প্যাক। রূপচর্চায় ঘরোয়া এই প্যাকটি ব্যবহারের কথা বলেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পটাশিয়াম সমৃদ্ধ কলা ত্বককে প্রানবন্ত ও উজ্জ্বল করে। শুধু তাই নয়, নিয়মিত ব্যবহারে ত্বক শুষ্কতাও কমে যায়।

কীভাবে কলা দিয়ে ফেস মাস্ক তৈরি করবেন চলুন দেখে নেই।

প্যাক তৈরিতে যা লাগবে...

  • ম্যাশড কলা ১টি
  • লেবুর রস ১/২ চা চামচ
  • মধু ১ চা চামচ

ব্যবহারের সঠিক পদ্ধতি...

একটি বাটিতে সব উপকরণ মিশিয়ে নিন। ভালো করে মেশানোর আস্তে আস্তে আপনার মুখে লাগিয়ে নিন। এরপর শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে এলে নরমাল পানি দিয়ে ধুয়ে নিন।

উপকারিতা...

যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এই ফেস প্যাকটি ভালো কাজ করে। ত্বককে নরম করে। ত্বককে  হাইড্রেট করতে সাহায্য করে। এছাড়াও রিঙ্কেল প্রতিরোধ করে।

এছাড়াও লেবু কালো দাগ এবং ব্রণ দূর করতে সাহায্য করে। মধুর মধ্যেও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই ব্রণের জন্য একেবারে উপযুক্ত চিকিৎসা বলা যায় কলার এই প্যাকটিকে।