পবিত্র আশুরা ২০ আগস্ট

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ১২:৪৩ এএম পবিত্র আশুরা ২০ আগস্ট
প্রতীকী ছবি

দেশের আকাশে সোমবার (৯ আগস্ট) মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ আগস্ট (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।

হিজরি মহররম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তবে এবার তা সাপ্তাহিক ছুটির দিনে পড়ল।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

তিনি বলেন, ‘সোমবার বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং আগামী ২০ আগস্ট (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।’

১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)—এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে আসছে।

জাগরণ/এমএ