আগামী বছর হজ ব্যবস্থাপনা হবে প্রযুক্তিনির্ভর

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০১:৪১ এএম আগামী বছর হজ ব্যবস্থাপনা হবে প্রযুক্তিনির্ভর
সাম্প্রতিক ছবি

আগামী বছরের  হজ ব্যবস্থাপনা অনেকাংশে প্রযুক্তিনির্ভর হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মঙ্গলবার (৫ অক্টোবর) মন্ত্রণালয়ে ২০২২ সালের হজ পরিচালনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার বিষয়ক সভায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর হজ ব্যবস্থাপনায় অংশগ্রহণে হজযাত্রী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে।

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি পরিস্থিতিতে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে হজ পালন করতে হতে পারে।

বর্তমানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় অ্যাপস ব্যবহার করে এ কার্যক্রম পরিচালনা করছে।

ফরিদুল হক বলেন,  করোনা পরিস্থিতির উন্নতিতে ২০২২ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সম্প্রতি সৌদি সরকার এ প্রত্যাশা ব্যক্ত করেছে। তাই হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি প্রয়োগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গাইড, এজেন্সির প্রতিনিধি ও যাত্রীদের আগে সচেতন করা হবে। 

তিনি বলেন, এজন্য দরকারি প্রযুক্তি অবকাঠামো এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল প্রস্তুত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। তবে আগামী হজের সার্বিক দিক নির্দেশনার জন্য পরবর্তী বাংলাদেশ-সৌদি হজচুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জাগরণ/এমএ