সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২২, ০২:০০ পিএম সারাদেশে ঈদুল আজহা উদযাপিত
সংগৃহীত ছবি

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রোববার (১০ ‍জুলাই) ঈদগাহ আর মসজিদে মসজিদে ঈদের নামাজে অংশ নিয়েছেন সব শ্রেণি, পেশা আর বয়সের লাখো মুসলমান। নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীসহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি চেয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। এরই মধ্যে পশু কোরবানির দিয়েছেন মুসল্লিরা।

সিলেট 

সিলেট নগরীর প্রধান ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে শাহী ঈদগাহ মাঠে।  সকাল আটটায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন সর্বস্তরের মানুষ। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আবদুল মোমেন এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 

বিভিন্ন প্রশাসনিক  ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের প্রায় লাখো মুসলমান সেখানে ঈদের নামাজ আদায় করেন। এবার বন্যার কারণে অন্য বছরের তুলনায় শাহী ঈদগায় মুসল্লীর সংখ্যা কিছুটা কম ছিল। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা ছাড়াও বন্যার ক্ষতি কাটিয়ে ওঠতে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। 

বাগেরহাট

বাগেরহাটেও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেন মুসল্লিারা। বাগেরহাট ষাটগম্বুজ মসজিদে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় সেখানে প্রথম এবং প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। পরে আটটায় দ্বিতীয় এবং সর্বশেষ সাড়ে আটটায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এসময় স্বাস্থবিধি মেনেই নামাজ আদায় করেন মুসল্লিরা। 

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ষাটগম্বুজ মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়। জেলার অন্যান্য মসজিদেও মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করেছেন।

রাঙামাটি

রাঙামাটিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ও ৯টায় তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে। সকাল পৌনে ৮টায় বনরূপা জামে মসজিদ, সকাল ৮টায় কালেক্টর জামে মসজিদ, সকাল আটটায় রিজার্ভ বাজার জামে মসজিদসহ রাঙ্গামাটির বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

রাজশাহী

রাজশাহীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন জামিয়া ইসলামীয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। এসময় নামাজে অংশ নেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, জেলা প্রশাসক আবদুল জলিল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

উপশহর মারকাজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়। ।

কুমিল্লা

কুমিল্লায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত নগরের কেন্দ্রীয় ঈদগাহে সকাল আটটায় অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজের  ইমামতি করেন নগরের কান্দিরপাড় জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। নামাজের আগে ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- সদর সংসদ সদসম্য আ কম বাহাউদ্দিন বাহার এমপি, নবনির্বাচিত সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাত , জেলা প্রশাসক কামরুল হাসান।

কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডের ঈদগাহসহ ১৫০টি মসজিদের বেশিরভাগ স্থানেই ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়। জেলার ১৭উপজেলায় প্রায় ৮শতাধিক ঈদগাহসহ মসজিদে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোববার সকাল আটটায় শহরের কাজীপাড়া ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক  শাহগীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

সদর হাসপাতাল মসজিদ ও টেংকের পাড় জামে মসজিদে সকাল ৮টায়, শেরপুর মসজিদে সোয়া ৮ টায়, ভাদুঘর শাহী মসজিদে ৯ টায়সহ বিভিন্ন ঈদগাহ মাঠে ও মসজিদে মসজিদে সকাল আটটা থেকে ৯ টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বগুড়া

বগুড়ায় সকাল সাড়ে আটটায় সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্টিত হয়েছে। এসময় নামাজ আদায় করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা প্রশাসক জিয়াউল হকসহ আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীসহ নানা পেশার মানুষ। 

বগুড়া শহরের জামিল মাদ্রাসা মাঠ, পুলিশ লাইন্স, আলতাফুন্নেছা খেলারমাঠসহ জেলার ১২ উপজেলায় প্রায় দেড় হাজার ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা।  

চট্টগ্রাম

চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রোববার সকালে পৌনে আটটায় নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯টায়। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় ঈদুল আজহার জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশন পরিচালিত মসজিদ, লালদিঘী সিটি করপোরেশন জামে মসজিদসহ নগরের ৪১টি ওয়ার্ডের ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী

পটুয়াখালীতে ঈদ-ঊল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে পৌরসভা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। রোববার সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত এ জামাতে প্রায় ২০ হাজার মুসুল্লি ঈদের নামাজ আদায় করেন। 

জেলা প্রশাসক ঈদগাহ্, মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফার দরবার শরিফ সহ জেলার ৫১১টি ঈদগাহ এবং ১৭৪১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

রংপুর

রংপুর বিভাগীয় নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল আটটায় অনুষ্ঠিত হয়। প্রধান জামাত সকাল ৮টা ও ৯টায় রংপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মসজিদে, সকাল সাড়ে ৯টায় কেরামতিয়া মসজিদসহ সকাল ১০ টা পর্যন্ত, সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড, জেলা ও উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব  ভুঞা, রংপুর সিটি করপোরেশন ভারপ্রাপ্ত মেয়র মাহমুদুর রহমান টিটু, রংপুর জেলা প্রশাসক আসিব আহসানসহ আরও নানা পেশার মানুষ নামাজে অংশ নেন। 

নড়াইল

প্রধান ঈদ জামাত সকাল সাতটা অনুষ্ঠিত হয় নড়াইল পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। প্রধান ঈদ জামাতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওয়াকিউজ্জামান। 

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, আইনজীবীসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামায়াতে অংশ নেন। 

সকাল সাতটায় পুলিশ লাইনস জামে মসজিদ, সদর থানা জামে মসজিদে সাতটা ১৫ মিনিটে, নড়াইল জমিদারবাড়ী ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, শাহাবাদ মাজেদিয়া মহিলা মাদ্রাসা ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদে কমিটির নির্ধারিত সময়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। 

নেত্রকোনা

নেত্রকোনায় ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। করোনা সামাজিক দুরত্ব বজায় রেখে নেত্রাকানা জেলায় এক হাজার সাতশো ৩০টি মসজিদে ঈদ জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। 

সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় জেলা শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় বড় মসজিদে এবং সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় জামাত অনুষ্টিত হয়েছে কেন্দ্রীয় বড় মসজিদ, পুলিশ সাইন্স মসজিদ এবং বিজিবি মসজিদে। এসময় মোক্তারপাড়া কেন্দ্রীয় বড়  মসজিদে জামাতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। 

চাঁদপুর 

চাঁদপুরেও শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। রোববার সকালে চাঁদপুর পৌরসভা পৌর ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মুফতি সাজ্জদ হোসেন। এছাড়া, পৌর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, এসিল্যান্ড হেলাল হোসেন চৌধুরীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। 

জাগরণ/জীবনযাপন/ঈদুলআজহা/এমএ/এসএসকে/কেএপি