শারদীয় পঙক্তিমালা

ছন্দা দাসের কবিতা

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০১৯, ০৮:০৮ পিএম ছন্দা দাসের কবিতা

শারদ আগমনী

বর্ষা গেল শরৎ এলো
শিউলি ফোটার দিন
তাক ডুমা ডুম
তাক ডুমা ডুম
নাচরে তা ধিন্ ধিন্।
আকাশ জুড়ে মেঘের খেলা

কাশের বনে দোল
পূজোর ঘন্টা বাজছে দূরে
মনের দূয়ার খোল।
সোনার কাঁকন বাজিয়ে আবার
এলো শরৎরাণী
হাওয়াই কাঁপে আঁচল তাহার  শারদ আগমনী

কথা ছিল

কথা ছিলো তোমার সাথে
চলবো পথে এমনি করে,
তোমার সাথে এমন আমার
কথাই ছিলো।

কথা ছিলো তোমার হাতে
রাখবো এ হাত সারা জনম
এমন আমার কথাই ছিলো।

কথা ছিলো তোমার সুরে
গাইবো যে গান কণ্ঠে আমার
এমন আমার কথাই ছিলো।

কথা ছিলো আমরা দুজনে
সারা জীবন চলার সাথী
থাকবো হয়ে এমনি করে।
এমন আমার কথাই ছিলো।

কিন্তু কথা কথাই হয়ে
উড়ছে যেন আজ আকাশে
অনুভবের হৃদকমলে গভীর দুঃখে।

আমার কথা নীরব হয়ে যায়
হারিয়ে, এমন কথা ছিলো না তো।