বসন্ত 

বঙ্গ রাখাল প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৮:১১ পিএম বসন্ত 

মাটির কাছে তোমার চোখ রেখে—আনতে চেয়েছি বসন্ত মেয়ে। বসন্ত এলেই জাদুমাখা হাত আমার হতে চাই—হতে চাই অতীতের বিধ্বস্ত সকাল—পোড়াবাড়ির কাছে মায়ের গচ্ছিত সেয়ানা ভালোবাসা...

মায়ের কাছেও থাকে অন্য নারীর ছল—সংসার নামের শ্যাওলা জমা বিষাক্ত অভিজ্ঞতা। একদিন সাতসকালে নির্ভয়ে চলা রুস্তমকে মুখিয়ে হাসতে দেখেছি—মায়ের অপমৃত্যুতে...

আমার আকাশে বেশকাল মেঘ জমেছিল—নীরবতা। কচ্চিনকালেও আমি শুনিনি তোমার ব্যাকুলতা—বসন্ত এলেই টের পাই...