বুকার পেলো গালগুতের ‘দ্যা প্রমিস’

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ১২:০৮ পিএম বুকার পেলো গালগুতের ‘দ্যা প্রমিস’
ডেমন গালগুত

বইয়ের জগতে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ম্যান বুকার প্রাইজের এবারের বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এ বছর বুকার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার লেখক ডেমন গালগুত, তার ‘দ্যা প্রমিস’ উপন্যাসের জন্য।

বুধবার (৩ নভেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

এর আগে ২০০৩ ও ২০১০ সালেও তিনি বুকার প্রাইজের জন্য মনোনীত হয়েছিলেন। পুরস্কার গ্রহণ করে গালগুত বলেন, ব্যক্ত এবং অব্যক্ত সব কাহিনীর পক্ষে এই পুরস্কার গ্রহণ করছেন তিনি। 

‘দ্যা প্রমিস’ গালগুতের নবম উপন্যাস। এর কাহিনি আবর্তিত হয়েছে অ্যাপার্থিডের সময় থেকে শুরু করে চার দশক জুড়ে দক্ষিণ আফ্রিকায় এক পরিবারের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে। একটি শ্বেতাঙ্গ পরিবারের কৃষ্ণাঙ্গ পরিচারিকার প্রতি অপূর্ণ প্রতিশ্রুতি নিয়েই গল্প, তাই এর নাম ‘দ্যা প্রমিস’। 

বিচারক প্যানেলের প্রধান মায়া জাসানফ ‘দ্যা প্রমিস’কে গালগুতের মাস্টারপিস হিসেবে আখ্যায়িত করেছেন। ‘দক্ষিণ আফ্রিকার গত চল্লিশ বছরের ইতিহাস ও অসাধারণ একটি গল্পকে দারুণভাবে উপস্থাপন করেছে এটি’, বলেন তিনি। 

বুকার বিজয়ী হিসেবে ৫০ হাজার পাউন্ডের প্রাইজ মানি গ্রহণ করেন গালগুত।

তৃতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে বুকার প্রাইজ পেলেন গালগুত। এর আগে ১৯৭৪ সালে নাদিন গর্ডিমার এবং ১৯৮৩ ও ১৯৯৯ সালে জেএম কোটজে এই পুরস্কার পান। 

জাগরণ/এমএ