হাসান আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ১২:৩৯ এএম হাসান আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
হাসান আজিজুল হক ● ফাইল ফটো

প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

সোমবার (১৫ নভেম্বর) রাতে রাষ্ট্রপতি এক শোক বার্তায় বলেন, ‘হাসান আজিজুল হকের মৃত্যু দেশের সাহিত্য অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের সাহিত্য-সাংস্কৃতিক উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘হাসান আজিজুল হক তার সাহিত্যকর্ম ও সৃজনশীলতার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রয়াত এই কথাসাহিত্যিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হাসান আজিজুল হক সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর চৌদ্দপাইয়ের বিহাসের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তিন দশক অধ্যাপনার পর ২০০৪ সালে অবসরে যান হাসান আজিজুল হক। বর্ণাঢ্য জীবনে নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এর মধ্যে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার অন্যতম।

জাগরণ/এসএসকে