শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিনে সোয়া কোটি টাকার স্বর্ণ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ০৯:৪৪ পিএম শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিনে সোয়া কোটি টাকার স্বর্ণ 
ফাইল ফটো

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ডাস্টবিন থেকে সোয়া কোটি টাকার ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ডাস্টবিনের ভেতরে প্লাস্টিকের পেপার ও কালো স্কচটেপে মোড়ানো ওই সোনার বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। 

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের  মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম  এই তথ্য নিশ্চিত করেন। 

শুল্ক গোয়েন্দা বলেন, আজ বিকেলে অ্যাপ্রোনের ১০ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের ডাস্টবিনের ভেতরে প্লাস্টিকের পেপার ও কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত (মালিক বিহীন) অবস্থায়  ২০টি সোনার বার (যার মোট ওজন ২৩২৪ গ্রাম) উদ্ধার করা হয়। যার মোট মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এইচ এম/ এসএইচএস