বকেয়া বিল দ্রুত পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৬:৩৯ পিএম বকেয়া বিল দ্রুত পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর 

সরকারি সংস্থার তেল, গ্যাস ও বিদ্যুৎ এর বকেয়া বিল দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের এ নির্দেশ দেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে তেল, গ্যাস ও বিদ্যুৎ বিভাগের যেসব পাওনা রয়েছে তা অতিসত্বর পরিশোধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী বকেয়া পরিশোধের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৭ দিনের মধ্যে নোটিস দিতেও তেল, গ্যাস ও বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে ১ হাজার ১৯১ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার কথা গত বছর জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এনইসির বৈঠকে প্রধানমন্ত্রী প্রকল্প কাজে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে খাস জমি থাকলে ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ না করার নির্দেশও দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এআই/ এফসি