ট্রেনের টিকিট

শেষদিনেও উপচেপড়া ভিড়, অ্যাপ-অনলাইনে কাটেনি জটিলতা

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৯, ১০:৫৪ এএম শেষদিনেও উপচেপড়া ভিড়, অ্যাপ-অনলাইনে কাটেনি জটিলতা
কমলাপুরে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা-সংগৃহীত

ঈদ উপলক্ষে পঞ্চম ও শেষ দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। 

রোববার (২৬ মে) দেয়া হচ্ছে ৪ জুনের টিকিট।

অন্যান্য দিনের মতো আজকের টিকিটের জন্যও আগের রাত থেকেই কমলাপুরে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। নারী যাত্রীদের চাপ বেশি হওয়ায় আলাদা দুটি লাইনের ব্যবস্থা করা হয়েছে শনিবার। বিমানবন্দর রেলস্টেশনেও একই অবস্থা।

নানা অব্যবস্থাপনা নিয়ে সকাল থেকেই অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশীরা। শেষ দিনের টিকিটের জন্য গত রাত থেকেই স্টেশনগুলোতে অপেক্ষায় টিকিটপ্রত্যাশী যাত্রীরা। সকালে সে ভিড় বেড়ে যায় কয়েকগুণ।বিক্রির সময় ঘণ্টা দুয়েক এগিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে চলাচলকারী সব ট্রেনের টিকিট মিলছে কমলাপুরে। আর বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে ৪ জুনের চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের টিকিট।

৫০ ভাগ টিকিট অ্যাপ বা অনলাইনে বিক্রি হবার কথা থাকলেও রেলওয়ের সার্ভারে ঢোকা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে অনলাইনে টিকিট বিক্রির অবস্থা পর্যবেক্ষন করতে কমলাপুরে বসানো হয়েছে ডিজিটাল মনিটর।

এসএমএম