রাজধানীতে ডিএমপির ট্রাফিক সচেতনতা অভিযান

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৯:২৬ এএম রাজধানীতে ডিএমপির ট্রাফিক সচেতনতা অভিযান


রাজধানীর উত্তরা বিমানবন্দর মোড়ে ট্রাফিক সচেতনতায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন জানান, বিশ্বের অন্যতম জনবহুল এ মেগা সিটি ঢাকায় প্রতিনিয়ত মানুষের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে গাড়ির সংখ্যাও। অনেকেই রাজধানীর ট্রাফিক আইন সম্পর্কে সচেতনও নন। ঢাকা মহানগর পুলিশ রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল, আন্ডারপাস ব্যবহার, যানবাহনের স্বাভাবিক গতি সচল রাখাসহ ট্রাফিক শৃঙ্খলায় প্রতিনিয়ত সম্মানিত নাগরিকদের উদ্বুদ্ধ করে আসছে।

এ সময় অভিযানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না থাকায় একজনকে ১ হাজার টাকা ও অন্য এক চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএম/আরআই