দুদকের দেয়া চিঠির বিষয়ে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ চলছে

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ১২:২৫ পিএম দুদকের দেয়া চিঠির বিষয়ে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ চলছে
সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ চলছে

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিপু সরোয়ারকে তলব করে চিঠি দেয়ার প্রতিবাদে রাজধানীর সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ের সামনে বুধবার (২৬ জুন) মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা।

সাংবাদিকদের উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির নোটিশ প্রদানের প্রতিবাদে তারা এই সমাবেশে অংশ নেয়। এ সময় প্রতিবাদ সমাবেশে সুস্পষ্ট ৩টি দাবি রাখেন সাংবাদিক নেতারা। দাবি ৩টি হল-

১. দুদকের এই উদ্দেশ্য প্রণোদিত নোটিশ প্রত্যাহার করতে হবে।

 ২. সংশ্লিষ্ট ওই দুদক কর্মকর্তাকে এহেন কাজের জন্য সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

 ৩. এই কৃতকর্মের জন্য ওই দুদক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

পূর্ব কর্মসূচি অনুযায়ী সকাল ১১ টায় সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানা গেছে, কিছুক্ষণের মধ্যে দুদকের একজন পরিচালক এই সমাবেশে এসে সাংবাদিককে দেয়া তাদের চিঠি প্রত্যাহার করবেন।

এমএএম/একেএস