ডিআইজি মিজানের অস্ত্রের লাইসেন্স জব্দে দুদকের চিঠি

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০২:৫২ পিএম ডিআইজি মিজানের অস্ত্রের লাইসেন্স জব্দে দুদকের চিঠি
মিজানুর রহমান - ফাইল ছবি

ডিআইজি মিজানের অস্ত্রের লাইসেন্স জব্দ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা ডিসি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে দুই সাংবাদিককে তলব করার চিঠি প্রত্যাহার হচ্ছে না বলেও জানিয়েছে দুদক।

তবে দুই সাংবাদিককে দুই রকম চিঠি দেয়ায় দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দুদক।

দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন। ওই বিষয়ে বক্তব্য দিতে প্রতিষ্ঠানটির বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে তলব করে গতকাল মঙ্গলবার চিঠি দেয় দুদক। আজ (২৬ জুন) দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে চিঠিতে।

এইচএস/ এফসি