জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হুসেইন মুহম্মদ এরশাদ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১, ২০১৯, ১২:৪৯ এএম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হুসেইন মুহম্মদ এরশাদ

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন ৯০ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপ্রধান। 

রোববার (৩০ জুন) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে এরশাদের ডেপুটি প্রেস সচিব দেলোয়ার জালালী দৈনিক জাগরণ প্রতিবেদককে জানান, গতকাল তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও আজ আবারও তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। বর্তমানে ঢাকাস্থ সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালের সিসিইউ'তে (ক্রিটিকাল কেয়ার ইউনিট)- চিকিৎসাধীন অবস্থায় আছেন এরশাদ। সেখানে কৃত্রিম উপায়ে অক্সিজেন প্রদানের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস সচল রাখা হয়েছে।

এর আগে নিজের ফেইসবুক ওয়ালে একটি পোস্টের মাধ্যমে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা জানান, সিএমএইচে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এরশাদ। এসময় তিনি এরশাদের আরোগ্যের জন্য সকল দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর গুজব। তবে এসকল তথ্য ভিত্তিহীন বলে জানা গেছে। 

এসকে 

আরও সংবাদ