রামপুরা থেকে মালিবাগ রেলক্রসিং 

রাজধানীর সড়কে রিকশা চালকদের পিকেটিং

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ১২:০৮ পিএম রাজধানীর সড়কে রিকশা চালকদের পিকেটিং

রাজধানীর কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রামপুরার আবুল হোটেলের সামনে থেকে মালিবাগ রেলক্রসিং পর্যন্ত  ভয়াবহ উশৃঙ্খল আচরণ চলছে রিকশা চালক ও মালিকদের। এতে যুক্ত হয়েছেন স্থানীয় সন্ত্রাসীরাও। স্থানীয়দের অভিযোগ, রিকশা চালকদের এ আন্দোলনে পৃষ্ঠপোষকতা করছেন রিকশা-ভ্যান মালিকরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত  রামপুরার আবুল হোটেলের সামনে থেকে মালিবাগ রেলক্রসিং পর্যন্ত সড়ক বন্ধ করে দিয়ে পিকেটিং করতে দেখা যায়। একারণে বিশ্বরোডের দুদিকে হাজার হাজার বাস, প্রাইভেট ট্যাক্সি, সিএনজি অটোরিকশা আটকা পড়ে থাকতে দেখা যায়। এদের উশৃঙ্খলা থেকে রেহাই পায়নি সংবাদপত্রের গাড়ি, মটর সাইকেল, পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি। 

সবধরনের পরিবহন আটকে রেখে পিকেটারদের সরকার বিরোধী শ্লোগান দিতে দেখা যায়। তাদের মারমুখী আচরণে অতিষ্ট সাধারণ মানুষকে প্রতিবাদ করলেই নাজেহাল হতে হয়েছে। এসময় পিকেটাররা অর্ধশত রিকশা চাকা ভাঙচুর করে।

এমএএম /টিএফ

আরও সংবাদ