‘মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি’ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০৫:৪৫ পিএম ‘মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি’ 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল- ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। 

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সকল সংস্থা কর্তৃক ২০১৮ সালে ১ লাখ ৬১ হাজার ৩২৩ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১ লাখ ১৯ হাজার ৮৭৮টি মামলা দায়েরপূর্বক আইনের আওতায় আনা হয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি।

মন্ত্রী আরো বলেন, মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ, সরবরাহ ও চাহিদা হ্রাস, অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে। এ আইন অনুযায়ী মাদক ব্যবহারকারীসহ মাদক অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

কোনো মাদক অপরাধীর সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গেই আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। 

এইচকে/বিএস 
 

আরও সংবাদ