পাইলট নিয়োগে অনিয়ম

বিমানের ৫ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০১৯, ০৫:০৯ পিএম বিমানের ৫ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ 

পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। 

এর আগে সকাল ৯টায় দুদক কার্যালয়ে হাজির হন বিমানের এমডি ফারহাত হাসান জামিল, প্রধান প্রশিক্ষক ক্যাপ্টেন ফজল মাহমুদ, চিফ ফাইনান্সিয়াল অফিসার বিনীতি সুধ, পরিচালক-মার্কেটিং অ্যান্ড সেলস আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামান।

সূত্র জানিয়েছে, বিমানের সাবেক এমডি মোসাদ্দেক আহমেদসহ ১০ জনের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির একটি অভিযোগ আসার পর যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ বিভাগ অনুসন্ধান চালিয়ে এর সত্যতা পায়। 

উল্লেখ্য, আগামীকাল (৩০ জুলাই) বিমানের সাবেক এমডি ও সিইও এ এম মোসাদ্দেক আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

এইসএস/বিএস 
 

আরও সংবাদ