ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০১৯, ০১:২৫ পিএম ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি
মো. আবদুল হামিদ - ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বঙ্গভবনে ঈদ উপলক্ষে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপশি সামর্থ্যবানদের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, শান্তি ও সমতা প্রতিষ্ঠায় সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সোমবার (১২ আগস্ট) সকাল ৮টায় হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এরপর তিনি সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এবং পেশাজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

জেড এইচ/ এফসি

আরও সংবাদ