ফটো স্টোরি

কুরবানীর পশুর চামড়া সংগ্রহ ও ক্রয়-বিক্রয় শুরু

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১২, ২০১৯, ০৬:৫৭ পিএম কুরবানীর পশুর চামড়া সংগ্রহ ও ক্রয়-বিক্রয় শুরু
কুরবানীর পশুর চামড়া সংগ্রহের কাজ চলছে- ছবি: কাশেম হারুন

• প্রতি ঈদুল আজহায় চলে কুরবানীকৃত পশুর চামড়া সংগ্রহের কাজ। যা চামড়া ও চামড়াজাত দ্রব্যের বাণিজ্যিক প্রেক্ষাপটে কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য ক্রয় করে ট্যানারিগুলো। দেশের বিভিন্ন স্থান থেকে এ সকল পশুর চামড়া সংগ্রহের পর নির্ধারিত ট্যানারিগুলোতে বিক্রি করেন স্থানীয় পর্যায়ের চামড়া ব্যবসায়ীরা। অনেকটা ঐতিহ্যে পরিণত হয়েছে কুরবানীর মৌসুমে এ সকল চামড়া ক্রয়-বিক্রয়ের বাণিজ্যিক কার্যক্রম। রাজধানীর বিভিন্ন স্থান থেকে এবারের ঈদুল আজহায় কুরবানীকৃত পশুর চামড়া সংগ্রহের বিশেষ কিছু মুহূর্ত ফ্রেমবন্দী করেছেন দৈনিক জাগরণের ফটোসাংবাদিক- কাশেম হারুন •







এসকে

আরও সংবাদ