কর্মসৃজন প্রকল্পে অনিয়ম, ২১ জেলায় দুদকের অভিযান

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০৭:১৫ পিএম কর্মসৃজন প্রকল্পে অনিয়ম, ২১ জেলায় দুদকের অভিযান

অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের ‘কর্মসৃজন প্রকল্প’ বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগে দেশের ২১ জেলায় একযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ আগস্ট)বিকেলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের এ কর্মকর্তা জানান, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের প্রেক্ষিতে ২১টি সমন্বিত জেলা কার্যালয় হতে একযোগে (১৮ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়েছে। দুদক টিম বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস পরিদর্শন করে কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে। এছাড়াও সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রকল্পের অর্থ শ্রমিকদের যথানিয়মে বিতরণ করা হয়েছে কিনা এ তথ্যও সংগ্রহ করা হয়। অভিযানে একাধিক স্থানে ঠিকমতো কাজ না করেই ভাতা উত্তোলন, কম শ্রমিক দিয়ে কাজ করিয়ে ভূয়া ভাউচার দিয়ে বেশি টাকা তোলা, ভাতা উত্তোলনের সইয়ে গরমিলসহ নানা ধরণের অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

এইচএস/বিএস