বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে ব্রুনাইয়ের প্রতি আহ্বান

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৭:৩৬ পিএম বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে ব্রুনাইয়ের প্রতি আহ্বান
স্থানীয় সরকার মন্ত্রী মো.তাজুল ইসলামের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস উসমান - ছবি : পিআইডি

বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের জন্য ব্রুনাইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো.তাজুল ইসলাম। আজ বুধবার ২১ (আগস্ট) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস উসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে মন্ত্রী ও হাইকমিশনার দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। হাইকমিশনার হাজী হারিস উসমান তার দেশের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির উল্লেখ করে বাংলাদেশেও তা বাস্তবায়ন করা যায় বলে মত প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে যেহেতু ভূমির স্বল্পতা রয়েছে কাজেই প্রচলিত ল্যান্ডফিলের পরিবর্তে অন্য বিকল্প উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাজ করছি। এ ক্ষেত্রে ব্রুনাই দারুসসালামের উদ্যোক্তাদের বিনিয়োগ প্রস্তাবনা স্বাগত জানানো হবে। 

এ সময় ব্রুনাই দারুসসালামের বেসরকারি প্রতিষ্ঠান নোরকন সান্ডারিং বারহাদের প্রতিনিধি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

টিএইচ/ এফসি

আরও সংবাদ