নভেম্বরে বিশ্বব্যাংকে যোগ দেবেন মন্ত্রিপরিষদ সচিব 

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৯:২৪ এএম নভেম্বরে বিশ্বব্যাংকে যোগ দেবেন মন্ত্রিপরিষদ সচিব 
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন,আগামী নভেম্বরে বিশ্বব্যংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে তিনি যোগদান করবেন। অক্টোবরের মধ্যে নিয়োগের আনুসাঙ্গিক প্রক্রিয়া শেষ হবে। এরপর নভেম্বরের প্রথম দিকে বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে তিনি যোগদান করবেন। তিন বছরের জন্য তিনি বিশ্বব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে দৈনিক জাগরণকে তিনি এ তথ্য জানান।এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘১৩ ডিসেম্বর বিশ্বব্যাংকে যোগদান করার বিষয়ে যে সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে আমার যোগদান করার কথা নভেম্বরের প্রথম সপ্তাহে। যোগদানের প্রক্রিয়া অক্টোবরে শেষ হবে। এর পরই যোগদান।’ 

প্রসঙ্গত, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের বিশ্বব্যাংকে যোগদানের পর তার এ পদে স্থলাভিষিক্ত হবেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এমএএম/বিএস