পরীবাগ থেকে বন্যপ্রাণির চামড়া জব্দ

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৬:৪০ পিএম পরীবাগ থেকে বন্যপ্রাণির চামড়া জব্দ
জব্দকৃত বন্যপ্রাণির চামড়া -ছবি : জাগরণ

অবৈধভাবে বন্যপ্রাণির চামড়া বিক্রি করা হচ্ছে -এই অভিযোগের ভিত্তিতে রাজধানীর পরীবাগ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করেছে বন অধিদফতরের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট। অভিযানে বেশ কিছু বন্যপ্রাণির চামড়া জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরীবাগ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি।

দেশে বন্যপ্রাণি ধরা, মারা, খাওয়া, ক্রয়-বিক্রয়, পাচার ও দখলে রাখা বা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণি দেশের সম্পদ, জীবন-জীবিকা ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণি সংক্রান্ত অপরাধ দমনে কাজ করছে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট।

টিএইচ/এসএমএম