নিরাপদ সড়ক দিবস 

সড়কে সবাইকে সচেতনভাবে চলার আহ্বান 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ১০:০১ এএম সড়কে সবাইকে সচেতনভাবে চলার আহ্বান 
নিরাপদ সড়ক দিবসে রাজধানীতে র‌্যালি

‘জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিতে অংশগ্রহণকারীদের পরনে নিরাপদ সড়কের দাবি সম্বলিত নীল রঙের টি-শার্ট এবং মাথায় লাল ক্যাপ ছিল। এছাড়াও প্রায় সবাই সচেতনতামূলক বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে এই র‌্যালিতে যোগ দেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মানিক মিয়া সড়ক প্রদক্ষিণ করে আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে সমাপ্ত হয়।

র‌্যালিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, নিরাপদ সড়ক চাই আন্দোলন, বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।

র‌্যালি শেষে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে আমাদের সবাইকে সচেতনভাবে চলতে হবে। সবাইকে বুঝতে হবে সড়ক কোনো আনন্দের জায়গা নয়। ৬০ কিলোমিটার গতিবেগে একটি গাড়ি চলা মানে একসঙ্গে ২০টি বন্দুক চলার সমান ভয়াবহ। তাই আমাদের সবাইকে সড়কে অত্যন্ত সচেতনভাবে চলতে হবে। মালিক পরিবহন সমিতিকে তাদের দায়িত্ব পালন করতে হবে। শ্রমিক পরিবহন সমিতিকে তাদের দায়িত্ব নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। 

র‌্যালিতে অংশগ্রহণকারী পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি-হাইওয়ে) মাহবুবুর রহমান বলেন, আমাদের লক্ষ্য সড়ককে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করা। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। 

বিএস 
 

আরও সংবাদ