নুসরাত হত্যার রায়ে সরকারে স্বস্তি : ওবায়দুল কাদের 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৯, ১২:১০ পিএম নুসরাত হত্যার রায়ে সরকারে স্বস্তি : ওবায়দুল কাদের 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ছবি: জাগরণ

আলোচিত নুসরাত হত্যা মামলার রায়ে সরকারের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা স্বস্তি প্রকাশ করছি। একসঙ্গে ১৬ জনের ফাঁসি হয়েছে। সবচেয়ে দ্রুততার সাথে বিচার কার্য সম্পন্ন হয়েছে। এ রায় নিয়ে কারো মাঝেই কোন বিতর্ক নেই। নুসরাতের পরিবারও সন্তোষ প্রকাশ করেছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ভোলার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ ঘটনার তদন্ত কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত সময়ের মধ্যে এর তদন্ত করতে হবে। তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোলার ঘটনার ভিডিও ফুটেজে অনেক এলিমেন্ট পাওয়া যাচ্ছে, তদন্তে সবই বেড়িয়ে আসবে।

রাশেদ খান মেননের আলোচিত বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি আমাকে ফোনে বলেছেন, তার বক্তব্য আংশিক প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ প্রকাশ হলে এই বিভ্রান্তি সৃষ্টি হতো না। তিনি ১৪ দলের বৈঠকে এর ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন। দেখি তিনি কি ব্যাখ্যা দেন।
 

এমএএম/টিএফ

আরও সংবাদ