জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৩:১৬ পিএম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

উপাচার্যবিরোধী চলমান আন্দোলনে মুখে জরুরি এক সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের মতো জাবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে জরুরি এক সিন্ডিকেট সভায় সন্ধ্যা সাড়ে ৫টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ ও অনির্দিষ্টকালের মতো বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ।

জানা যায়, সোমবার (৪ নভেম্বর) রাতে উপাচার্য ড. ফারজানা ইসলামের বাসভবন ঘোরাও করে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখেন। পরে আজ মঙ্গল উপাচার্যপন্থি শিক্ষক ও ছাত্রলীগ কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করলে আন্দোলনকারীরা চলে যান। এরপর জরুরি এক সিন্ডিকেট সভার আয়োজন করা হয়। পরে সেই সভার অনির্দিষ্টকালের মতো বন্ধের সিন্ধান্ত নেন সিন্ডিকেট সদস্যরা। 

বিএস/কেএসটি

আরও সংবাদ