রোববার ঈদে মিলাদুন্নবী

কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৫:৫৮ পিএম কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কারাবন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। সকাল থেকেই দেশের ৬৮ কারাগারে কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার ব্যবস্থা। কারা সূত্রে এ তথ্য জানা গেছে।
 
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষ প্রতিবারের মত এবারও মহানবী (স.) এর ওফাত ও পৃথিবীতে আগম উপলক্ষে এ আয়োজন করবে। দোয়া মোনাজাত পরিচালনা করবেন ঢাকা কেন্দ্রী কারাগার কেরানীগঞ্জের মসজিদের খতিব ক্বারী মোহাম্মদ নজরুল ইসলাম।

কারা সূত্র জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এদিন মিষ্টি ও পায়েস দেয়ার কথা রযেছে। সকালের খাবারের তালিকায় রুটি, হালুয়া, সবজি ও দুপুরে চিকন চালের ভাত, মুরগীর মাংস, ডাল সবজি এবং রাতের রুই মাছ, ডাল, সবজি থাকছে।

এইচএম/একেএস

আরও সংবাদ