ঘূর্ণিঝড় বুলবুলের বিপদ সংকেত কমলো

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ১১:৫৪ এএম ঘূর্ণিঝড় বুলবুলের বিপদ সংকেত কমলো

উপকূলীয় এলাকা অতিক্রমের পর বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় বুলবুল। আশঙ্কা কাটিয়ে বর্তমানে এটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে সমুদ্রবন্দরকে ৪ নম্বর বিপদ সংকেত কমিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

সকাল ৮টায় আবহাওয়া অধিদফতরের এক ব্রিফিংয়ে বলা হয়, বর্তমানে বুলবুল উপকূলীয় পাঁচ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮ কি.মি. বেগে এগোচ্ছে। এর কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে সাতক্ষীরা-খুলনা-বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। পরবর্তী সময়ে এটি ঢাকা-কুমিল্লার দিকে অগ্রসর হ‌বে। 

আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রাজধানীসহ ঘূর্ণিঝড় অতিক্রমকারী অঞ্চলগুলোতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে।

এর আগে, শনিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে খুলনা উপকূল অতিক্রম করে। এর ফলে সেখানে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বিরাজ করেছে। এছাড়া জোয়ারের পানিতে সাতক্ষীরা, বাগেরহাট ও ভোলা প্লাবিত হয়েছে। এতে বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে।

একেএস

আরও সংবাদ