বাংলামোটরে ডিএনসিসির  উচ্ছেদে অভিযান

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৮:৩০ পিএম বাংলামোটরে ডিএনসিসির  উচ্ছেদে অভিযান
রাজধানীর বাংলামোটরে ডিএনসিসির ‍উচ্ছেদ অভিযান -ছবি : জাগরণ

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর বাংলামোটর থেকে মগবাজার মোড়, ডাক্তার গলি এবং রেলক্রসিং পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রায় শতাধিক টং দোকান, অস্থায়ী সেমিপাকা ও কাঁচা স্থাপনা, শেড ইত্যাদি উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এছাড়া ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা করায় দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।  ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

টিএইচ/একেএস

আরও সংবাদ