‘বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভুয়া চিকিৎসক অনুসন্ধানে নেমেছে সরকার’

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৮:৫৮ পিএম ‘বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভুয়া চিকিৎসক অনুসন্ধানে নেমেছে সরকার’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক -ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে যেসব ভুয়া চিকিৎসক কাজ করছেন, তাদের চিহ্নিত করতে অনুসন্ধানে নেমেছে সরকার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে অসীম কুমার উকিলের মৌখিক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন। সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনুপস্থিত থাকায় তার পক্ষে বিভিন্ন প্রশ্নের জবাব দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, সরকারের ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ওই সব চিকিৎসক খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাদের কাজে সহায়তা করতে র‌্যাব, পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহায়তার দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করা হয়ে থাকে।

এইচএস/একেএস

আরও সংবাদ