প্রধানমন্ত্রীর দক্ষতায় দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে : আইনমন্ত্রী 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ১১:৪৭ এএম প্রধানমন্ত্রীর দক্ষতায় দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে : আইনমন্ত্রী 
আইনমন্ত্রী আনিসুল হক- ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে ন্যায় বিচারের পথ রুদ্ধ করা হয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও প্রজ্ঞায় আজ দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৭ ডিসেম্বর)  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার বিভাগীয় সম্মেলনে বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে ন্যায় বিচারের পথ রুদ্ধ করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দক্ষতা ও প্রজ্ঞায় সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির শাসনামলে বিচার বিভাগ পৃথক করা হলেও বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারেন নি। বর্তমানে প্রধানমন্ত্রীর বাস্তবমুখী পদক্ষেপে বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করছেন।

বিএস