পেঁয়াজ ইস্যু : অবৈধ সম্পদের মালিক হলে ব্যবস্থা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ০৪:০০ পিএম পেঁয়াজ ইস্যু : অবৈধ সম্পদের মালিক হলে ব্যবস্থা
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ - ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কেউ বেশি দামে পেঁয়াজ বিক্রি করে অবৈধ সম্পদের মালিক হলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

রোববার (৮ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স এ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, কেউ যদি বেশি দামে পেঁয়াজ বিক্রি করে থাকে তা দেখা দুদকের এখতিয়ারভুক্ত নয়। এটা দেখবে শুল্ক গোয়েন্দা। তবে তাদের কাছ থেকে যদি কোনো তথ্য পাওয়া যায় যে কেউ বেশি দামে পেঁয়াজ বিক্রি করে অবৈধ সম্পদের মালিক হচ্ছেন তাহলে আমরা ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজারের প্রকৃত রহস্য উদঘাটনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করেছে। আমরা শুধু সেটা পর্যবেক্ষণ করছি।

এইচএস/বিএস