জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ০৩:২৫ পিএম জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ - ফাইল ছবি

জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যে ভাষণ দেবেন, এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রশাসনিক নীতি কৌশল, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, রূপকল্প ২০২১ এবং দেশের সার্বিক পরিস্থিতির ওপর এই ভাষণ প্রণীত হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম   - ছবি : জাগরণ

এর আগে দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী বছর জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণের খসড়া আজ সংবিধানের ৭৩ এর ২ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। বিস্তারিত আলোচনা শেষে এর অনুমোদন দেয়া হয়।

এমএএম/ এফসি