রোহিঙ্গাদের এনআইডি সরবরাহ

চট্টগ্রামে ইসির দুই অফিস সহায়ক গ্রেফতার 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৭:০৬ পিএম চট্টগ্রামে ইসির দুই অফিস সহায়ক গ্রেফতার 

চট্টগ্রামে রোহিঙ্গাদের অবৈধভাবে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবারহের অপরাধে কয়েকটি থানা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১১ ডিসেম্বর) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের প্রথম মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো: জয়নাল আবেদীন (৩৪), তার স্ত্রীমোছাম্মৎ আনিছুন নাহার বেগম (২৯), মো. জাফর (৩৩), সত্য সুন্দর দে (৪১), সীমা দাশ প্রকাশ সুমাইয়া জাহান (৩২), বিজয় দাশ (২৮), ঋষিকেশ দাশ (৪১), নিরুপন কান্তি নাথ (২৯)। 

মামলার এজাহারে বলা হয়, আসামিরা একে অপরের সহায়তায় পারস্পরিক যোগ সাজশে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র গ্রহণকারী রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ গ্রহণ করে অবৈধ উপায়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., চকবাজার শাখা, চট্টগ্রামের মাধ্যমে ৩৫ লাখ  ৩ হাজার ১৫২ টাকা; আল আরাফাহ ইসলামী ব্যাংক, আনোয়ারা শাখা, চট্টগ্রামের মাধমে ২৮ লাখ ২০ হাজার ১৪৪ টাকা; প্রাইম ব্যাংক, বাঁশখালী শাখা, চট্টগ্রামের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা ও এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা সহ সর্বমোট সাতষট্টি লক্ষ তিরাশি হাজার দুইশত ছিয়ানব্বই টাকা হস্তান্তর, স্থানান্তর এবং বাড়ি নির্মাণে ব্যয় করে। যা মানিলন্ডারিং শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা এবং দণ্ডবিধি’র ১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় অভিযোগ দাখিল করা হলো। সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম- ১ এর মামলাটি করেন।

মামলার দুই আসামি ঋষিকেশ দাশ (৪১) ও নিরুপন কান্তি নাথ (২৯) কে বুধবারই গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, অসাধু উপায়ে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে মো. জয়নাল আবেদীন (৩৪) এর বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী বাদী হয়ে এ মামলাটি করেন। 

এইচএস/একেএস

আরও সংবাদ