জেএসসিতে ৮৫.২৮, পিইসিতে ৯৭.৫৯ শতাংশ উত্তীর্ণ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০১৮, ১১:২৫ এএম জেএসসিতে ৮৫.২৮, পিইসিতে ৯৭.৫৯ শতাংশ উত্তীর্ণ

 

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও প্রাথমিক ইবতেদায়ি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার (২৪ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এই ফল প্রকাশ করেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার উপস্থিত ছিলেন। 

এবছর জেএসসি পরীক্ষায় পাশের হার ৮৫ দশমিক ২৮, জেডিসিতে ৮৯ দশমিক ৪, পিইসিতে ৯৭ দশমিক ৫৯ এবং ইবতেদায়ি ৯৭ 
দশমিক ৬৯ । জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন, পিইসিতে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন। গত বছর ৩০ ডিসেম্বর 
এসব পরীক্ষার ফল প্রকাশ হলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২৪ ডিসেম্বর প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

আজ সোমবার বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয় ও দুপুর ১টায় গণশিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল বিষয়ক সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা 
নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবেন।

বিস্তারিত আসছে...

জাহো/এফসি