মন্ত্রিসভায় রদবদল, প্রাণিসম্পদে শ ম রেজাউল

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৫:২১ পিএম মন্ত্রিসভায় রদবদল, প্রাণিসম্পদে শ ম রেজাউল
শ ম রেজাউল করিম

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর ১৩ মাসের মাথায় দ্বিতীয়বারে মতো মন্ত্রিসভায় রদবদল করলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রকাশিত প্রজ্ঞাপনের তথ্যমতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩ (৪) অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের এই মন্ত্রাণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করেছেন।

এই দায়িত্ব পুনর্ববন্টন অনুসারে, বর্তমান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। অপরদিকে বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বর্তমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এমএএম/একেএস