কেন্দ্রীয় শহীদ মিনারে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০১:০১ পিএম কেন্দ্রীয় শহীদ মিনারে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের নিরাপত্তা মহড়া ● জাগরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জঙ্গি হামলা বা কোনও পরাশক্তির থেট বা হুমকির কোনও তথ্য নেই।

তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দেয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের প্রতিটি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে। ব্যারিকেডের ভেতরে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হবে। তল্লাশি ব্যতিত কেউ ব্যারিকেডের ভেতরে প্রবেশ করতে পারবে না।

ডিএমপি কমিশনার জানান, নিয়মিত টিমের পাশাপাশি সোয়াত, সাদা পোশাকে ডিবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও মোবাইল টিম থাকবে, যাতে করে যে কোনও পরিস্থিতি মোকাবেলা করা যায়।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ডিএমপির নির্দেশিত ম্যাপ ফলো করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

এইচএম/এসএমএম