ফের কমলো স্বর্ণের দাম, সোমবার থেকে কার্যকর

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৮:১৬ পিএম ফের কমলো স্বর্ণের দাম, সোমবার থেকে কার্যকর

আন্তর্জাতিক বাজারে অব্যাহত দরপতনে এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছেন তুন দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৯৯১ টাকা পর্যন্ত দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৭ হাজার ৯০৮ টাকা। সনাতনি স্বর্ণের ভরি ২৫ হাজার ২০ টাকা।

১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশের বাজারে এক দফা কমেছিল স্বর্ণের দাম। তবে স্বর্ণের দাম কমলেও বেড়েছে রুপার। সোমবার থেকে রুপার ভরি ৯৩৩ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা হয়েছে।

এসএমএম