ইস্কাটনে গাড়ীর গ্যারেজে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৩

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৮:৪৪ এএম ইস্কাটনে গাড়ীর গ্যারেজে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ৩
সংগৃহীত ছবি

রাজধানীর নিউ ইস্কাটনে দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ড হয়েছে। এতে শিশুসহ তিনজন মারা গেছেন। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দগ্ধ শহিদুল কিরমানি রনি ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস আশঙ্কাজনক অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এর মধ্যে জান্নাতুলের শরীরের ৯৫ শতাংশ ও রনির শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। তারা ওই ভবনের তৃতীয় তলার বাসিন্দা।

এছাড়াও ধোয়ায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে একই পরিবারের চার সদস্য। তারা হলেন- মনির হোসেন, সুমাইয়া আক্তার, মাহাদী হাসান ও মাহমুদুল হাসান। তারা ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা।

এমএইচবি