ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক তপু

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ১, ২০২০, ১১:২০ এএম ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক তপু
কুদ্দুস আফ্রাদ ও সাজ্জাদ আলম খান তপু (ডানে)

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি কুদ্দুস আফ্রাদ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু।

কুদ্দুস আফ্রাদ ভোট পেয়েছেন ৬৫০টি সাজ্জাদ তপু পেয়েছেন ৪৭৫ ভোট। পান। তারা দুজন একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ূন ফল ঘোষণা করেন।

অন্যান্য কর্মকর্তা পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি এম এ কুদ্দুস (৬৭৮ ভোট), যুগ্ম সম্পাদক খায়রুল আলম (৭৬৯ ভোট), কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম (৬৯৩ ভোট), সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ (৬৫৮ ভোট), প্রচার সম্পাদক আসাদুজ্জামন (৬৩৯ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান (৫৩৭ ভোট), জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী (৫১৩ ভোট) এবং দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী (৬১৬ ভোট)।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন সুরাইয়া অনু (৭৭১ ভোট), জি এম মাসুদ ঢালী (৬৮৮ ভোট), শাকিলা পারভিন (৬৫০ ভোট), শাহনাজ পারভিন এলিস (৬১২ ভোট), রাজু হামিদ (৫৬১ ভোট), ইব্রাহিম খলিল খোকন (৫৪০ ভোট), সেলিমুল্লাহ সেলিম (৫০৩ ভোট), অজিত কুমার হালদার (৫০১ ভোট) এবং এ এম শাহজাহান মিয়া (৪৫৩)।

শনিবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ৩ হাজার ১৬০ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪৩ জন ভোট দেন।

এবারের নির্বাচনে পাঁচ প্যানেলে ৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রার্থী ছিলেন ৫ জন। এ ছাড়া সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন, যুগ্ম-সম্পাদক পদে ৫ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন, প্রচার সম্পাদক পদে ৪ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৫ জন, জনকল্যাণ সম্পাদক পদে ৫ জন এবং দফতর সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৯ জন।

এফসি