টিভিতে কোভিড সংক্রান্ত ‘গুজব’ নজরদারিতে সরকার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৯:২০ পিএম টিভিতে কোভিড সংক্রান্ত ‘গুজব’ নজরদারিতে সরকার

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহে কোভিড-১৯ সংক্রমণ বিষয়ে অপপ্রচার বা গুজব প্রচার হচ্ছে কিনা তা নজরদারিতে মন্ত্রণালয়ের ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন মনিটরিং করতে মন্ত্রণালয়ের ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এক আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীনের সই করা আদেশে বলা হয়, ‘‘২৪ মার্চ কোভিড-১৯ সংক্রমণ প্রতিহতকরণ প্রচার-প্রচারণা সংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের আলোকে বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সম্প্রচারিত বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ নিয়ে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে কি না, তা মনিটরিং করার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।’’

এতে আরও বলা হয়, ‘কোনও বেসরকারি টিভি চ্যানেল কোভিড সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত হলে তা বন্ধ করতে সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।’’

তবে পত্রিকা বা অনলাইন নিউজপোর্টালগুলো মনিটরিং করা হবে কিনা সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।

এসএমএম