৩ হাজার কয়েদিকে মুক্তির প্রস্তাব কারা অধিদফতরের

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১, ২০২০, ১০:২২ পিএম ৩ হাজার কয়েদিকে মুক্তির প্রস্তাব কারা অধিদফতরের
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ ● সংগৃহীত

করোনা পরিস্থিতিতে মুক্তি পাচ্ছেন প্রায় ৩ হাজার হাজতি-কয়েদি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে কারা অধিদফতর।

 দেশের ৬৮টি কারাগারে ৪১ হাজার ৩১৪ জনের ধারণক্ষমতা থাকলেও; আটক আছেন প্রায় ৯০ হাজার।

কারাগার সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে কারা প্রশাসনকে বন্দির সংখ্যা কমানোর নির্দেশ দেয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে জামিনযোগ্য ও লঘু অপরাধে বিচারাধীন হাজতিদের মধ্য থেকে ২ হাজার জনের তালিকা তৈরি করা হয়েছে।

৫৬৯ ধারায় ২০ বছরেরও বেশি সাজা খাটা বন্দি ও শারীরিকভাবে অক্ষমদের সংখ্যা মিলিয়ে প্রায় ৩ হাজার ১০০ জনের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, আইন মন্ত্রণালয়ের মতামতের পর আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখবে এটি। চ্যানেলটোয়েন্টিফোর।

এসএমএম