কোভিড নিয়ে ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ১১:৪৪ পিএম কোভিড নিয়ে ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ● ফাইল ছবি

কোভিড বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫ এপ্রিল (রোববার) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কোভিড প্রাদুর্ভাবের কারণে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণের লক্ষ্যে আর্থিক সহায়তার প্যাকেজ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বর্তমান পরিস্থিতিতে কোভিড প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব উত্তরণের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণার বিষয়ে বিস্তারিত তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার ও প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

কোভিডের পাশাপাশি সভার বিষয়েও ৫ এপ্রিলের সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএমএম